প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
পাঁচবিবিতে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রাম পর্যায়ে কার্যকর করতে বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে বাগজানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত সেবা ক্যাম্পে এলাকার শত শত গর্ভবতী মায়ের সেবা, প্রতিনিয়ত শিশু ও সাধারন রোগীর চিকিৎসা এবং ঔষধ প্রদান, কিশোরীদের বয়ঃসন্ধিকাল, খাবার বড়ি, কনডম ও ইনজেকশন বিষয়ক মাঠ পর্যায়ে প্রচারণার লক্ষে বিশেষ সেবা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ আ,লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ইউএনএফপিএর সহযোগিতায় ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এ সেবা ক্যাম্পের আয়োজন করেন। এসময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ কাজী মোহাম্মদ জোবায়ের গালীব, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ মোঃ নাঈম, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা মোছাঃ পরিবানু, পরিদর্শক মোঃ শাহী, ফার্মাসিস্ট আব্দুল কাদির সহ সকল ইউনিটের পরিবার কল্যাণ সহকারিগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved