নড়াইল সংবাদদাতা:
নড়াইল সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও ছড়ালেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেলের জন্মদিবসে বেলা ১১টার দিকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি ইনচার্জ নজরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন ও নড়াইল সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসান কবির। ক. গ্রুপে অনূর্ধ-৮ বছরের শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কন এবং খ. গ্রুপে আট থেকে ১২ বছরের প্রতিযোগীদের ‘শিশুদের মেলা, শিশুদের খেলা’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ‘শেখ রাসেল’ বিষয়ে ছড়ালেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved