মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ৭১ রানে ৫ উইকেট, ৯১ রানে বিদায় নিয়েছে ৬ জন ব্যাটসম্যান। শ্রীলঙ্কার সামনে এবারের বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হয় কি না, নেদারল্যান্ডস- সেই প্রমাদ গুনছিল সবাই। কিন্তু হঠাৎই লঙ্কান বোলারদের সামনে সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিক হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে যান। ১৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন নেদারল্যান্ডসের এই দুই ব্যাটসম্যান। যার ফলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ডাচরা। অথচ দিনের শুরুটা ছিল পুরোপুরি শ্রীলঙ্কার বোলারদের। আগের তিন ম্যাচে কোন জয় নেই। নেদারল্যান্ডসের বিপক্ষেই প্রথম পয়েন্ট পেতে মরিয়া লঙ্কানরা। আগে টস জিতে ব্যাট করতে চাওয়া ডাচরা এই মরিয়া লঙ্কানদের সামনেই খাবি খেল ইনিংসের অর্ধেকটা জুড়ে। চতুর্থ ওভারে বিক্রমজিৎ সিং এবং এরপর দশম ওভারে ম্যাক্স ও’ ডাউড। দুজনেই ফিরেছেন কাসুন রাজিথার বলে। একজন এলবিডব্লিউ হয়েছেন, অন্যজন সরাসরি বোল্ড। ৫৪ রান কলিন অ্যাকারম্যান আর ৬৮ রানে বাস ডি লিট ফিরে গেলে ব্যাপক চাপে পড়ে নেদারল্যান্ডস। পরবর্তীতে ডাচদের দুই নির্ভরযোগ্য ব্যাটারই হতাশ করেছেন। ইনিংস বড় করতে পারেনি তেজা নিদামানুরু আর অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফলে ৯১ রানেই তারা হারায় ৬ষ্ঠ উইকেট। সাইব্র্যান্ড এবং ভ্যান বিকের প্রতিরোধ শুরু সেখান থেকেই। শুরুতে ধীরগতির ব্যাট করেছেন। এরপর সময় বুঝে চড়াও হয়েছেন লঙ্কান বোলারদের ওপর। দুজনের সময়োপযোগী ব্যাটিং ডাচদের স্কোরবোর্ডে যোগ করেছে ১৩০ রান। যদিও পরে স্কুপ করতে গিয়ে দিলশান মাদুশাঙ্কার বলে বোল্ড হন সাইব্র্যান্ড। ক্রিজ ছাড়ার আগে তার নামের পাশে ছিল ৭০ রান। এরপর লোগান ভ্যান বিক অনেকটা একাই টেনেছেন। করেছেন অর্ধশতকও। রাজিথার বলে ফেরার আগে করেছেন ৫৯ রান। শেষদিকে ভ্যান ডার মারওয়ে ও পল ভ্যান মিকেরেনরা ইনিংস বড় করতে না পারলেও, ঠিকই ২৬২ রানের সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে ডাচরা। লঙ্গানদের পক্ষে সফল বোলার ছিলেন রাজিথা এবং মাদুশাঙ্কা। দুই পেসারই পেয়েছেন ৪টি করে উইকেট।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved