মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের পাশেই দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছিলেন, ইসরায়েল নয়, গাজার হাসপাতালে হামলা করেছে অন্য কেউ।
ইসরায়েলের পাশে দাঁড়িয়ে অনেকটা একইরকম মূল্যায়ন দিয়েছে ফ্রান্সও। আর এবার কানাডা বলেছে, গাজার হাসপাতালে ইসরায়েল হামলা চালায়নি। ‘আত্মবিশ্বাসের সাথে’ এই দাবি করেছে দেশটি। গত মঙ্গলবার গভীর রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যেখানে প্রায় ৫০০ জন নিহত হন। রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ অক্টোবর গাজার আল-আহলি হাসপাতালে হওয়া ভয়াবহ হামলার পেছনে ইসরায়েল ছিল না বলে জানিয়েছে কানাডার প্রতিরক্ষা বিভাগ। উন্মুক্ত নানা উৎস এবং গোপন প্রতিবেদনের একটি বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে ‘উচ্চ মাত্রার আত্মবিশ্বাসের সাথে’ এই দাবি করেছে তারা। কানাডার ন্যাশনাল ডিপার্টমেন্ট অব ডিফেন্স জানিয়েছে, গাজা থেকে ছোড়া একটি ভুল রকেটের কারণে ওই হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে। অবশ্য ইসরায়েল বারবার বলেছে, তারা ওই হাসপাতালে হামলা করেনি এবং গাজা থেকে ছোড়া একটি ভুল রকেটকে এর জন্য দায়ী করেছে তারা। বিবিসি বলছে, ফরাসি সামরিক গোয়েন্দারা গাজার ওই হাসপাতালের বিস্ফোরণটি সম্ভবত ইসরায়েলি হামলার পরিবর্তে ভুলভাবে নিক্ষেপ করা ফিলিস্তিনি রকেটের কারণে হয়েছিল বলে সিদ্ধান্ত দেওয়ার একদিন পরে কানাডার এই মূল্যায়নটি সামনে এলো। এছাড়া যুক্তরাষ্ট্রও বলেছে, ইসরায়েল গাজার আল-আহলি হাসপাতালে হামলা করেনি। রেছে, আল-আহলি হাসপাতালে বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত নেই। কানাডিয়ান ফোর্সেস ইন্টেলিজেন্স কমান্ড স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত একটি মূল্যায়ন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়েছে, হাসপাতালে যে বিস্ফোরণটি ঘটেছিল তা গাজা থেকেই ছোড়া একটি ভুল রকেটের কারণে হয়েছে। প্রসঙ্গত, ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই এক হামলায় একসঙ্গে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে জানানো হয় হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৭১ জন। আল-আহলি আরব নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতেও অনেক মানুষ ‘নিরাপদ আশ্রয়’ ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার হাসপাতালের ওপর এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েল অবশ্য সেখানে বিমান হামলার দায় অস্বীকার করে আসছিল। তবে গাজার ওই হাসপাতালে হামলা নিয়ে যে ইসরায়েলের দাবিকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করা হয়েছে ইতোমধ্যেই প্রকাশিত আল জাজিরার একটি বিশ্লেষণে। কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটির ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের সূক্ষ্ম বিশ্লেষণে বলা হয়েছে, গাজার ওই হাসপাতালে কোনও সশস্ত্র গোষ্ঠীর রকেট আঘাত হানেনি। বরং ভয়াবহ বিস্ফোরণে হাসপাতালটি কেঁপে ওঠার আগে গাজায় বিমান হামলা চালাচ্ছিল ইসরায়েল।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved