প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরপাদ সড়ক দিবস পালিত
নোয়াখালী প্রতিনিধিঃ
'সড়ক আইন মেনে চলি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি এ স্লোগানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস" পালিত হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেক বক্তৃতা করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা:মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো.মাসুদ পারভেজ, বিআরটিত্র নোয়াখালীর উচ্চমান সহকারী এম দিদারুল করিম সিকদার, হিসাব সহকারী মো.মাসুদ প্রমূখ। এর আগে, নোয়াখালী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তরা চালকদের স্বাস্থ্য সচেনতায় গুরুত্ব আরোপ করেন। এ ছাড়াও পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানান। চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন না ব্যবহার, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী পরিবহণ, প্রতিযোগিতা করে গাড়ী ক্রসিং না করা, সড়কে জেব্রা ক্রসিং মেনে চলার উপর গুরুত্ব আরোপও করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved