মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিটি ডেন্টাল কলেজের (সিডিসি) ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত। ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার (২২ অক্টোবর) সকালে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় দুর্ঘটনায় আহত হন সিডিসির ১৬তম ব্যাচের এ শিক্ষার্থী। পরে তাকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে নিউরো সায়েন্সেসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসক সূত্রগুলো জানায়, ডা. সৈকতের স্পাইনাল কর্ড ও ফ্রন্টাল বোনসসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে (নিন্স) নেওয়া হয়েছে। ডা. সৈকত শাহরিয়ারের গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে। গাংনী পাইলট স্কুল থেকে এসএসসি ও সন্ধানী কলেজ থেকে এইচএসসি পাস করেন ডা. সৈকত। তিনি বর্তমানে প্রাইভেট প্র্যাকটিস করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য কথাসাহিত্যিক ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক রফিকুর রশিদ রিজভীর ছোট ছেলে তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved