মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ-পরিবেশ রক্ষা আন্দোলনের সংগঠক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আয়ুর্বেদ-ইউনানীর উন্নয়নে প্রয়োজনীয় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে না। আর আমলাদেরও এসব বিষয়ে কোনো ধারণা নেই। এদেশে ওষুধ শিল্প এখনো বাণিজ্যিক মাফিয়াদের হাতে। ফলে চিকিৎসা করতে গিয়ে মানুষ সর্বস্বান্ত হচ্ছে।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত “আয়ুর্বেদ ও ইউনানী বিষয়ক জাতীয় সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, এখনো মাত্র ২০ শতাংশ মানুষ এলোপ্যাথি চিকিৎসা করে। বাকিরা অন্যান্য চিকিৎসা পদ্ধতির সেবা নেয়। তাই আমাদের দেশীয় চিকিৎসা পদ্ধতির বিকাশে চাপ তৈরি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ বলেন, প্রাচির কাজ প্রায় অসম্ভবের কাছাকাছি একটি বিষয়। ইউনানী ও আয়ুর্বেদের গুণগত ও শিক্ষামান একসঙ্গে উন্নয়ন করতে হবে। তাদের জন্য আলাদা কাউন্সিল হতে হবে। সেই কাউন্সিল দেশি-বিদেশি সব পর্যায়ের শিক্ষামানের অনুমোদন দেবে। ওষুধ উৎপাদনের ক্ষেত্রেও গুণগত মান নিয়ন্ত্রণ জরুরি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সাবেক উপাচার্য ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ফেলো অধ্যাপক ডা. লিয়াকত আলি বলেন, ২০১৬ সালে হেলথ প্রফেশনাল কাউন্সিল নামে একটি বিষয় পাস হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। তারপর আমাদের রেজিস্ট্রেশন অথরিটিও নেই। তাই সমস্যা। ইউনানী-আয়ুর্বেদকে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির আওতায় আনতে হবে। কলামিস্ট ও লেখক রাখাল রাহা বলেন, রাষ্ট্রের অন্যান্য অংশের সমস্যার মতই ইউনানী-আয়ুর্বেদ আলাদা কোনো বিষয় না। বাংলাদেশ আয়ুর্বেদ এবং ইউনানী চিকিৎসা শাস্ত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সম্ভাবনা, সমস্যা ও প্রতিকার বিষয়ক আলোচনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে প্রাচীন ও চিরায়ত চিকিৎসা ব্যবস্থায় অগ্রগামী জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রাচি এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রাচি’র স্থায়ী কমিটির সদস্য মোখলেছুর রহমান এবং সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান। জাতীয় সংলাপের মূল প্রবন্ধে ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসা ও শিক্ষামান উন্নয়নে ১৮টি সুপারিশ করা হয়। সংলাপে সর্বসম্মতিক্রমে এ সকল সুপারিশ গৃহিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, দার্শনিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রাচি’র কার্যনির্বাহী কমিটির সভাপতি সালেহ মুহাম্মদ আব্দুর রহমান, আইন ও সালিশ কেন্দ্র’র সাবেক প্রধান নির্বাহী শিপা হাফিজা, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ডঃ মাসফিদা আক্তার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ শাহনাজ হুসনে জাহান, প্রবীন বান্ধব বাংলাদেশের চেয়ারপার্সন মিতালী হোসেন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved