মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : টিনএজার মার্ক গুইয়ে ভর করে পয়েন্ট হারানো শঙ্কা থেকে রেহাই পেয়েছে বার্সেলোনা। ইনজুরির কারণে দলে ছিলেন না ফ্রেঙ্কি ডি জং, পেদ্রি ও বরার্ট লেভানদভস্কি। আর তাতেই পয়েন্ট হারানোর ব্যবস্থা হয়েছিল বার্সেলোনার । শেষ পর্যন্ত তা হয়নি বরং পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে শিরোপা প্রত্যাশী দলটি। নিজেদের মাঠের খেলায় তারা অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে। বার্সেলোনার মূল্যবান এ জয়ে গোলটি করেছেন মার্ক গুই। ঠিকই ধরেছেন- এ আবার কে? বয়স মাত্র ১৭। বার্সেলোনার হয়ে গত রাতেই অভিষেক হয়েছে তার। বদলি খেলোয়াড় হয়ে মাঠে নেমেই এ টিনএজার প্রথম ম্যাচেই গোল করেছেন। ম্যাচটাকে স্মরণীয় করে রেখেছেন। এ গালের মাধ্যমে গুই লা লিগার এই শতাব্দিতে বার্সেলোনার হয়ে অভিষেকে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার কৃতত্বি দেখালেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved