মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শতভাগ ফিট না থাকায় বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। এদিকে, ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন সাকিব নিজেই। সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বর্তমানে তার ঊরুর চোটের কী অবস্থা।
আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসরের পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ সাকিব জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এ ম্যাচ খেলবেন তিনি।
সাকিব বলেন, 'ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন নেতিবাচক কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাআল্লাহ। '
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। টানা তিন হারের পেছনে বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য তা নিয়ে কিছু বলতে চাননি, 'যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে না দেওয়াই ভালো। যেহেতু আরও পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। খেলা শেষ হলেও দিতে পারব। '
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved