মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে মালেতে ৩–১ গোলে হার দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ভারতের ওডিশা এফসির বিপক্ষে ৩–২ গোলে জয়। তৃতীয় ম্যাচে কিছুক্ষণ আগেই ভারতের পরাশক্তি মোহনবাগান সুপার জায়ান্টসের বিপক্ষে নেমেছিল বসুন্ধরা কিংস। যাদের সঙ্গে এএফসি কাপে জয় নেই বাংলাদেশের চ্যাম্পিয়নদের। সর্বশেষ ম্যাচে গত বছর কলকাতায় ৪–০ গোলে হার। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল কাল কিংসের সামনে। প্রতিশোধ নিতে না পারলেও ভুবনেশ্বরে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত কিংস ২-২ গোলে ড্র করেছে। ২৯ মিনিটে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোসের গোলে ১–০ করেছে মোহনবাগান। ৩৩ মিনিটে কিংসের দুই ব্রাজিলিয়ানের যুগলবন্দীতে ১–১। রবসন রবিনিওর থ্রু বল থেকে স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ ম্যাচে ফেরান তাঁর দলকে। দরিয়েলতনের গোলের পরপরই কিংসের রবসনের দারুণ শট লাগে ক্রসবারে। ৫৬ মিনিটে মোহনবাগানের রাইট ব্যাক আশিস রাই করেন ২-১। আবার ম্যাচে ফেরে অস্কার ব্রুজোনের দল। এবার বক্সে রবসনকে ফেলে দেন সেই আশিসই, পেনাল্টিতে দলকে ম্যাচে ফেরান রবসন। ভিসা জটিলতায় ম্যাচের আগের দিন ভেন্যুতে পৌঁছেছে কিংস। ফলে ভারতে গিয়ে অনুশীলনও করতে পারেনি। তার ওপর সেরা দলটা নিতে পারেননি কোচ। সদ্য নিষেধাজ্ঞামুক্ত শেখ মোরছালিন ও রিমন হোসেনকে নেওয়া হয়নি। তপু বর্মণের সঙ্গে গোলকিপার আনিসুর রহমানও নিষিদ্ধ। আনিসুরের জায়গায় খেলেছেন নবাগত মেহেদি হাসান। সব মিলিয়ে নানা সংকট পেরিয়ে ভারতে গিয়ে ভারত সেরার সঙ্গে ড্র করে আসা জয়েরই সমান কিংসের কাছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved