পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: ডিপ্লোমা শেষে এ অঞ্চলের শিক্ষার্থীদের বিএসসি করতে আর ঢাকায় যেতে হবে না। রংপুরে বিএসসি ইন্সটিটিউট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত এর কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান। মঙ্গলবার রাত ৮টা পার্বতীপুরে অবস্থিত উত্তরাঞ্চলের বৃহৎ পূজা মন্ডপ মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর চম্পাতলী (ভবের বাজার) বারোয়ারী পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে রংপুরের বিভাগীয় কমিশনার এর স্ত্রী ফরিদা ইয়াসমিন, দিনাজপুরের জেলা প্র্রশাসক শাকিল আহমেদ, নীলফামারী ও রংপুরের জেলা প্রশাসক, সহকারী কমিশনার ছাড়াও দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, মডেল থানার ওসি আবুল হাসনাত খান, বাংলাদেশ হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ পার্বতীপুরের সাধারণ সম্পাদক দীপেষ চন্দ্র রায়সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী এ পূজা মন্ডপে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে রোবোটিক্স পদ্ধতিতে অশুরের বধ থেকে শুরু করে সম্পূর্ণ ঘটনা প্রদর্শনের আয়োজন করা হয়। আধুনিকতার ছোয়ায় তৈরী এ প্রতীমা দেখতে স্থাণীয়রা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা লোকজনের আগমন ঘটে। এতে উৎসব মূখর পরিবেশে জনসমূদ্রে পরিনত হয় এলাকাটি।সনাতন ধর্মালম্বী ছাড়াও দূরদূরান্ত থেকে আগত ভক্ত অনুরাগী, দর্শনার্থী ও আয়োজক কমিটির সাথে মতবিনিময় শেষে রোবোটিক্স পদ্ধতিতে প্রদর্শিত বিভিন্ন কার্যক্রম উপভোগ করেন। দর্শনার্থীদের চাহিদার কথা মাথায় রেখে আয়োজনটি আরও তিন দিনের জন্য রাখা হয়েছে।
বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান বলেন, রংপুর বিভাগের মধ্যে ভবের বাজারের এ মন্ডপটি ব্যতিক্রম। পরিদর্শন করে ভালো লেগেছে। প্রচুর ব্যয়ে এ আয়োজন করায় আয়োজক কমিটিকে ৩ লাখ টাকা দেয়া হয়েছে। শেষ পর্যন্ত সফলভাবে পূজার সকল কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved