মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৫ অক্টোবর) শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। এর ফলে রোববার দরপতনের একদিন পর সোমবার ও বুধবার দুই কর্মদিবস ইতিবাচক প্রবণতার মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হলো।
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের ৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ১৩৬টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৮৩ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৮ কোটি ৭৩ লাখ ১ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ৭১টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৬৮টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মার শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল এমারেল্ড ওয়েলের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল সোনালী আঁশের শেয়ার। এরপর যথাক্রমে ছিল দেশবন্ধু পলিমার, রয়েল টিউলিপ সি পার্ল, জেমিনি সি ফুড, ফুয়াং ফুড, ওরিয়ন ইনফিউশন, কোহিনূর কেমিক্যাল এবং লাফার্জহোলসিম লিমিটেডের শেয়ার।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০২ পয়েন্টে। সিএসইতে ১০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
দিন শেষে সিএসইতে ১০ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৫৮০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৩৮৩ টাকার শেয়ার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved