মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে কাল বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবারের আসরে টানা চতুর্থ হারের পর হঠাৎ দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক দল নিয়ে এত তাড়াতাড়িই হতাশ না হওয়ার কথা বলেছিলেন। তবে পরের দিনই প্রোটিয়াদের বিপক্ষে হারে লাল-সবুজ দল। ১২৯ রানের ব্যবধানে হারের পর আজ হঠাৎই দেশে ফিরে এসেছেন সাকিব। জানা গেছে, দেশে ফিরেই মিরপুরে ইনডোরে নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ২৮ অক্টোবর। টাইগার অধিনায়ক ডাচদের বিপক্ষে ম্যাচের আগের দিন অর্থাৎ ২৭ অক্টোবর ফের ভারতে যাবেন বলে জানা গেছে। বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে পাঁচটি ম্যাচ। এসবের মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও এরপর টানা চার ম্যাচেই হেরেছে টাইগাররা। এবারের আসরে এখনো পর্যন্ত চার ম্যাচে খেলে সাকিব ব্যাট হাতে করেছেন ৫৬ রান। অন্যদিকে বল হাতে তিনি নিয়েছেন ৬ উইকেট।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved