জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীরিন সুলতানা ও ধুন্দার হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল আলীম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর হতে ২০২৩ সালের ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। নন্দীগ্রাম উপজেলার ২টি পরীক্ষা কেন্দ্রে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ। উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved