মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির এক ও জামাত-শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতাকর্মীদেরকে শুক্রবার দুপুরে নাশকতা চেষ্টার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত চার জন হলেন, উপজেলা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ(৫০), পৌর জামাতের রোকন আঃ খালেক মন্ডল (৫০), পৌর জামাতের সদস্য সেকেন্দার(৫০) ও পৌর ছাত্র শিবির সদস্য রবিউল ইসলাম (২৭)।
বিএনপি ও জামাতের নেতারা বলছেন, ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে মিথ্যা মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। সেখানে যাতে নেতা-কর্মীরা কম উপস্থিত হন, সেজন্য পুলিশ এ অভিযান শুরু করেছে। গভীর রাতে অনেক নেতা-কর্মীদের বাড়ীতে বাড়িতে গিয়ে তল্লাশি করছে পুলিশ।
তবে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের দাবি, কাউকে হয়রানি করে গ্রেপ্তার করা হয়নি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক বা গ্রেপ্তার করছেন না তারা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved