মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের বিধ্বংসী ব্যাটিং দেখে থাকলে আপনার মনে হতেই পারে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি ম্যাচ চলছে। পাওয়ারপ্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১৮ রান। ওডিআই ক্রিকেটে এটি তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। আজ শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ দশমিক ৫ ওভারেই দলীয় শতরান পেরিয়েছে অস্ট্রেলিয়ার। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই চলতি আসরের দ্রুততম ফিফটি হাঁকালেন ট্রাভিস হেড। মাত্র ২৫ বলে অর্ধশতকের দেখা পেলেন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গ্লেন ম্যাক্সওয়েলের। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২১ বলে পঞ্চাশ ছুয়েছেন তিনি। অন্য প্রান্তে ডেভিড ওয়ার্নার বিশ্বকাপে ব্যাটিংটা যে দারুণ উপভোগ করছেন সে আর বলতে! আগের দুই ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আজও এরই মধ্যে পঞ্চাশ ছাড়িয়েছে ব্যক্তিগত সংগ্রহ। অস্ট্রেলিয়াকে টস জিতে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা যে ভুল ছিল, সেটি নিয়ে আক্ষেপে পুড়তেই পারেন কিউই অধিনায়ক টম লাথাম। নিউজিল্যান্ডের হয়ে কোনো বোলারই এখনও পর্যন্ত সুবিধা করতে পারেননি। তাদের হয়ে সবচেয়ে খরুচে বোলিং করেছেন ম্যাট হ্যানরি। মাত্র ৩ ওভারেই প্রায় ১৫ ইকোনমিতে ৪৪ রান দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved