মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এশিয়ার শীর্ষ ধনী ও ভারতের রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সম্প্রতি হত্যার হুমকি সম্বলিত একটি ইমেইল পেয়েছেন। সেখানে বলা হয়েছে, অবিলম্বে ২০ কোটি রুপি চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে।
শুক্রবার পাঠানো সেই ইমেইলে মুকেশ আম্বানিকে উদ্দেশ্য করে বলা হয়, ‘আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তাহলে আপনাকে হত্যা করা হবে। ভারতের সেরা কয়েকজন শ্যুটার আমাদের হাতে রয়েছে।’ ইমেইলটি আসার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতোমধ্যে হুমকিদাতা সেই ব্যক্তিকে শনাক্তও করেছে পুলিশ মুম্বাই পুলিশ জানিয়েছে, শাদাব খান নামের এক ব্যক্তির ইমেইল অ্যাকাউন্ট থেকে এসেছে এই হুমকি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা। মুকেশ আম্বানিকে লক্ষ্য করে অবশ্য এটিই প্রথম হুমকি নয়। গত বছর টেলিফোনে এক ব্যক্তি আম্বানির বাসভবন অ্যান্টিলা ও তার প্রতিষ্ঠিত হাসপাতাল এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। পরে তাকে বিহার থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ২০২৩ সালের আগস্ট মাসের হিসেব অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯১ হাজার ২০০ কোটি ডলার। ভারতের রিলায়েন্স গ্রুপের মালিক আম্বানি বর্তমানে এশিয়ার শীর্ষতম ও বিশ্বের ১৩ তম ধনী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved