মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ শনিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে তাসমান সাগড় পাড়ের দুই দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় খেলাটি শুরু হবে। বিশ্বকাপে প্রথম দল হিসেবে শততম ম্যাচ খেলতে নামবে অজিরা। ৫ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ পয়েন্ট, অস্ট্রেলিয়ার আছে ৬ পয়েন্ট। সর্বশেষ তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে অজিরা। আগের ম্যাচে প্রথম এবারের আসরে হারের স্বাদ পাওয়া নিউজিল্যান্ড জয়ের ধারায় ফিরতে মরিয়া। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজেদের শততম ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এ পর্যন্ত অস্ট্রেলিয়া ৯৯ ম্যাচের মধ্যে ৭২টি জয় পেয়েছে, ২৫ ম্যাচে পরাজিত হয়েছে। এ ছাড়া তাদের একটি করে টাই ও পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে গত আসরের রার্নাস-আপ নিউজিল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে, নেদারল্যান্ডসকে ৯৯ রানে, বাংলাদেশকে ৮ উইকেটে এবং আফগানিস্তানকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। টানা চার জয় নিয়ে পঞ্চম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় কিউইরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved