ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুই ইউনিয়নে বিতরণ করা হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এই পরিচয়পত্র পেতে যাতে করে নাগরিকরা ভোগান্তির শিকার নয় হয় সেই লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আনসার ও ভিডিপি সদস্যরা।
রোববার (৯ এপ্রিল) দিনব্যাপী বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নারীসহ ৪ আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পৃথকভাবে দামোদরপুর ইউনিয়নেও আরও ৪ জন সদস্যকে তৎপর দেখা গেছে।এসময় পরিদর্শনে আসেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন, উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ওই পরিচয়পত্র বিতরণের টিম লিডার রশিদুল ইসলাম।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নুরন্নবী মন্ডল বলেন, গত ৪ এপ্রিল থেকে দামোদরপুর ও বনগ্রাম ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ১৩ এপ্রিল শেষ হবে। দুই ইউনিয়নে প্রায় ৪ হাজার নাগরিক পাবেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই পরিচয়পত্র নাগরিকদের প্রদানে আমাদের ৮ জন সদস্য যথারীতি দায়িত্ব পালন করছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved