মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঘরের মাঠে অনুষ্ঠিত আগের বিশ্বকাপে শিরোপা উৎসব করেছিল ইংল্যান্ড। চলমান টুর্নামেন্টে তারা রীতিমতো বিধ্বস্ত। বিপরীতে এবারের আয়োজক ভারতের অবস্থান একেবারে ধরাছোঁয়ার বাইরে। এখন পর্যন্ত ৫টি ম্যাচে তাদের কেউ হারাতে পারেনি। সেই তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দল। বিশ্বকাপের ২৯তম ম্যাচে আজ (রোববার) অদম্য ভারত ‘আহত’ ইংল্যান্ডের মুখোমুখি হবে। লখনৌর ইকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। বিশ্বকাপ শুরুর আগে দু’দলই ফেভারিটের তালিকায় থাকলেও, উভয়ের অবস্থান এখন মুদ্রার সম্পূর্ণ বিপরীত মেরুতে। ভারত কার্যত সেমিফাইনালে পায়ের একাংশ দিয়ে রেখেছে, অন্যদিকে জস বাটলারের দল বিদায়ের ক্ষণ গুনছে। বিশ্বকাপে এসে মুখ থুবড়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্ব। অবশ্য আগে থেকেই দু’দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে রয়েছে ভারত। ইংলিশদের সঙ্গে এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৬ বার দেখা হয়েছে তাদের। যেখানে রোহিত শর্মাদের ৫৭টি জয়ের বিপরীতে ইংল্যান্ড ৪৪ ম্যাচ জিতেছে। এছাড়া তিন ম্যাচে কোনো ফল আসেনি এবং বাকি দুটি পরিত্যক্ত হয়েছে। তবে বিশ্বকাপের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে উভয়ের ৮ বারের দেখায় ইংল্যান্ড ৪টি এবং ভারত ৩টিতে জিতেছে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved