মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রথমবারের মতো সৌদি আরবে প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে দেশের অন্যতম বৃহত্তম শিল্প পরিবার আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড।
শনিবার (২৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যের দেশটিতে কন্টেইনারের মাধ্যমে তাদের পণ্য পাঠায়। পণ্য রপ্তানি প্রসঙ্গে আকিজ গ্রুপের সিইও শেখ আজরাফ উদ্দিন বলেন, প্রথমবারের মতো সৌদি আরবে রপ্তানির মাধ্যমে দেশের বাজার ছাড়িয়ে বিশ্বমানের পণ্য দিনকে-দিন আন্তর্জাতিক বাজার দখলের সুদৃঢ় লক্ষ্যে পৌঁছাচ্ছে আকিজ প্লাস্টিকস। তিনি জানান, প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে আকিজ শুধু বাংলাদেশের সেরা ব্র্যান্ড নয়, আন্তর্জাতিকভাবে বড় ব্র্যান্ডের স্বীকৃতির দাবিদার। আর সেই অভীষ্ট লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। পণ্য রপ্তানির বাজার প্রসারে আরও একধাপ এগিয়ে গেল। ২০১৮ সালে উৎপাদনে এসে আকিজ প্লাস্টিকস দ্রুত দেশের বাজারে দৃঢ় একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। চলতি বছরে বিশ্ববাজারে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে কোম্পানিটির। আকিজ প্লাস্টিকসের হেড অব অপারেশন মিনহাজ বিন মিজান বলেন, সৌদি আরব বর্তমানে চায়না ও ভারতের প্লাস্টিক পণ্যের ওপর নির্ভরশীল। তবে সেখানে বসবাস করা বাঙালিরা বাংলাদেশি পণ্যের ওপর আস্থা রাখতে চায়। সুতরাং এ বাজারে বাংলাদেশি পণ্যের অনেক বড় চাহিদা তৈরি হবে বলে আশা করেন তিনি।
আকিজ প্লাস্টিকসের হেড অব এক্সপোর্ট অভিজিৎ দে সরকার বলেন, এ বছরের শুধু সৌদি আরবে আমাদের পাঁচ লাখ মার্কিন ডলার রপ্তানি করার লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা সেখানে হাউজহোল্ড প্রোডাক্টের বড় বাজার দেখছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved