মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চলতি বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল। ছয় ম্যাচে কেবল একটি জয় তাদের। নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে আউট হন টাইগার অধিনায়ক। এর মধ্যে ঢাকা ফিরেই সমর্থকদের ‘ভুয়া ভুয়া’ দুয়ো শুনেছিলেন সাকিব আল হাসান। শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনসে ডাচদের বিপক্ষে ৮৭ রানে শোচনীয় পরাজয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সমর্থকদের পাশাপাশি এদিন সাকিবকেও হতাশ দেখা গেছে। যে কারণে মাঠেই প্রতিক্রিয়া জানান সমর্থকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দর্শকদের এমন প্রতিক্রিয়া নিয়ে সাকিবের ভাষ্য, ‘হতাশাজনক (দর্শকদের প্রতিক্রিয়া)। তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটি না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি এটা আমরা ডিজার্ভ করি।’ এদিকে ১৯৯৯ সাল থেকে বিশ্বকাপ খেলছে টাইগাররা। তবে এখন পর্যন্ত কোনো আসরে শেষ চারে খেলা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এবার সেমিতে খেলা স্বপ্ন থাকলেও তা রীতিমতো ধূলিসাৎ হয়ে গেছে। তাই অনেকেরই প্রশ্ন, কোন জাদুতে সেমিতে খেলার স্বপ্ন পূরণ করতে পারবে বাংলাদেশ!
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved