মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পর্ষদ। তাতে শেয়ারপ্রতি ৪ টাকা করে মুনাফা দেবে।
এর আগের বছর শেয়ারহোল্ডারদের ৪০ টাকা করে লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরের কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৪ পয়সা। তাতে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৮০ টাকা। সেখান থেকে ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৯০ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের মোট ১৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৭৬ টাকা মুনাফা বাবদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে যোগ হবে। এর আগের বছর কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছিল ১৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৫৯৪ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ২০২২ সালে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের বছর ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সোমবার (৩০ অক্টোবর) সর্বশেষ লেনদেন হয়েছে ৬১৫ টাকা ১০ পয়সায়। পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানি ৪৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। ওইদিন বেলা ১১টায় ভার্চুয়ালি এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬৪ টাকা ৯৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ২৪১ টাকা ৩০ পয়সা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved