প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ
সাংবাদিকদের তালিকা তৈরিতে পত্রিকাগুলো সহযোগিতা করছে না, ……………………………বিচারপতি নিজামুল হক নাসিম
মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ১০ লাখ টাকা নয়, সাংবাদিক ও পত্রিকা ভুল করলে ৫ লাখ টাকা জরিমানা করে আইন পাশ করবে প্রেস কাউন্সিল।
এ আইনটি দ্রুত সময়ের মধ্যে সংসদে তোলা হবে।
মঙ্গলবার ৩১ অক্টোবর লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম আরও বলেন, সাংবাদিকদের তালিকা তৈরিতে পত্রিকাগুলো সহযোগিতা করছে না।
আমরা প্রেস কাউন্সিল থেকে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে।
সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক টিএম মমিন। জেলায় কর্মরত সাংবাদিকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved