মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) ১৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা আগামী দুই বছর পরিচালক হিসেবে সংগঠনটির দায়িত্ব পালন করবেন। ডিবিএর অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। ডিবিএর তথ্য মতে, মঙ্গলবার ডিবিএ নির্বাচন বোর্ড পরিচালক পদের জন্য ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে, যারা অ্যাসোসিয়েশনের আসন্ন এজিএমে আনুষ্ঠানিকভাবে পর্ষদের দায়িত্ব গ্রহণ করবেন।এর আগে নির্বাচন বোর্ড ১৫ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে। ৩১ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার না করায় বিধি মোতাবেক নির্বাচন বোর্ড ১৫ পদের বিপরীতে ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্বাচিত ১৫ জন পরিচালক হলেন— ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, স্যার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ এন্ড কনসালটেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, ইমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন, আলী সিকিউরিটিজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সিইও সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজের সিইও মো. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমসের ও এবি এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved