মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন কি? কোটি টাকার প্রশ্ন বলাই যায় এটি। কারণ এই ব্যাটার একেক ম্যাচে খেলেন একেক পজিশনে। কোনদিন কোথায় খেলবেন এই বিষয়ে আগে থেকে বলা মুশকিল। যার উত্তর স্বয়ং মিরাজের কাছেও নেই। পাকিস্তানের বিপক্ষে অবশ্য আট নাম্বারেই ব্যাট করেছেন টাইগার এই অলরাউন্ডার।
তবে দলের প্রয়োজনে নিজের এমন ব্যাটিং অদল বদল নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন করা হলে মিরাজ বলেন, ‘এই যে পজিশন বদল, সেটি দলের সমন্বয় তৈরি করতেই হচ্ছে। প্রতি ম্যাচেই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, কে কোথায় ব্যাটিং করবে। এটা দলের জন্যই। যে ভালো খেলতে পারে, তাকেই সুযোগ দেওয়া হয়।’ বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তনে অবশ্য খুব একটা আফসোস নেই মিরাজের। তবে এই পরীক্ষা–নিরীক্ষা করতে গিয়ে কারও পারফরম্যান্সই ভালো নয়। সেটা নিয়েও অবশ্য পরিষ্কার মিরাজের বক্তব্য, ‘আমরা কেউই ক্লিক করছি না। কাউকে দোষ দিতে চাই না। আমরা সবাই খারাপ করেছি। আলাদা করে বলতে চাই না যে দু–একজন খারাপ খেলেছি। আমরা সবাই খারাপ খেলেছি, মেনে নিচ্ছি।’ পাকিস্তান ম্যাচে মাহমুদউল্লাহ ব্যাট করেছেন পাঁচ নম্বরে এবং মুশফিক চার নম্বরে। কারণ হিসেবে মিরাজ বলেন, ‘রিয়াদ ভাইকে (মাহমুদউল্লাহ) ওপরে ব্যাটিং করানো হয়েছে। কারণ, তিনি খুব ভালো খেলছেন, ভালো শেপে আছেন। আর তিনি আত্মবিশ্বাসীও এই মুহূর্তে। এটি বিবেচনা করেই তাকে ওপরে পাঠানো হয়েছে। মুশফিক ভাইকেও (মুশফিকুর রহিম।’ হারের দু:খ নিয়ে মিরাজ বলেন, ‘হারলে তো স্বাভাবিকভাবেই সবার খারাপ লাগে। দিন শেষে ক্রিকেটে এসব মেনেই নিতে হবে। হারজিত তো থাকবেই।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved