মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ৃপুরো বিশ্বকাপ চিন্তা করলে বাংলাদেশ দলের পারফর্মম্যান্স এক কথায় হতাশাজনক। ওপেনার থেকে মিডল অর্ডার বড় রান করতে ব্যর্থ সবাই। একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কারও ব্যাটেই আসেনি রান। আলাদা করে তাই কাউকে দোষ দিতে নারাজ মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে বড় হারের পর সংবাদ সম্মেলেনে এসে জানালেন সবাই খারাপ খেলেছে, মেনেও নিচ্ছি।
মিরাজের কন্ঠে এদিন ভেসে উঠে অসহায়ত্বের ছাপ। কেননা ম্যাচ হারের সাথে মনও যেন হারিয়ে গেছে টাইগার এই অলরাউন্ডারের। এমন বাজে পরিস্থিতির জন্য অবশ্য কাউকে দোষ দিতে নারাজ মিরাজ, 'কাউকে দোষ দিতে চাই না যে ‘ও খারাপ খেলেছে, সে খারাপ খেলেছে।’ আমরা সবাই খারাপ করেছি। আলাদা করে বলতে চাই না দুই-এক জন খারাপ খেলেছি। আমরা সবাই খারাপ করেছি, মেনে নিচ্ছি। নিজের ব্যাটিং অর্ডার নিয়ে মিরাজ বলেন, 'আমি তো অবশ্যই মিডল অর্ডারে খেলতে পছন্দ করি। হয়তো আমাকে বিভিন্ন পজিশনে খেলানো হচ্ছে টিম কম্বিনেশনের জন্য। আমি গত ৭ বছর লোয়ার-মিডল অর্ডারে খেলেছি। ওখানে কীভাবে খেলতে হবে, সেটা অনেকটা আমার ধারণা আছে। কিন্তু আমার মনে হয় এগুলো চিন্তা না করে, যদি ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই….আমাকে আরও প্রমাণ করতে হবে। যেখানেই খেলাক না কেন, পারফর্ম করতে হবে। তখন দলের প্রত্যাশা থাকবে, আমি পারফর্ম করতে পারি, যেখানেই খেলাক না কেন। ভাগ্যেও যেন সাহায্য করছে না মিরাজদের, 'এরকম কখনোই হয়নি। আমি যেটা আগে বললাম, ভাগ্য আমাদের পক্ষে থাকছে না। কারণ, সবাই চেষ্টা করছি, সবাই অনুশীলন করছি, পরিকল্পনা করছি। কিন্তু দিন শেষে ভাগ্যে থাকতে হবে। ভাগ্যে না থাকলে কখনোই সফল হবেন না। এটা আমি বিশ্বাস করি। জানি না, কে বিশ্বাস করে। দিনশেষে আল্লাহর রহমত দরকার এবং অবশ্যই ভাগ্য দরকার।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved