মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা আগামী ৩ নভেম্বর থেকে সারাদেশে ৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে।
বুধবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ বছর সারাদেশে ৭১টি কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে সারাদেশে ৩৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর ০১৩১৩০৫২৩৬৬। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved