হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারক পেলেন আলু আমদানির ইনপোট পারমিট (আইপি)। দুই একদিনের মধ্যে ভারত থেকে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন আমদানিকারকরা। আজ বুধবার দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করছেন হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।
তিনি জানান, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার (৩০ অক্টোবর) বেশ কয়েকজন আমদানিকারক আইপির আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেেিত হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারককে মঙ্গলবার রাতে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির আইপি দেওয়া হয়েছে। তারা দু-একদিনের মধ্যেই আলু আমদানির করতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved