পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনেরে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুম থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি করে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তকি ফয়সাল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রওশআরা আলম রিনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বস আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকতা আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক সুলতান আহমেদ সোনা, বন কর্মকর্তা মিঠু তালুকদার, কাউন্সিলর আনজুয়ারা সহ আরো অনেকে।
আলচনা শেষে চার জন প্রশিতি যুবকদের মাঝে ২ ল ৮৫ হাজার টাকার চেক, ৩০জন প্রশিতি যুবকদের মাঝে সনদপত্র বিতরণ ও যাতায়াত ভাতা প্রদান করা হয় এবং যুবদের একটি প্রশিণ ব্যাচের উদ্বোধন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved