ফরহাদ খান, নড়াইল
‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, এ স্লোগানে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে সদর থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মনিরুজ্জামান মল্লিক, সদর থানার ওসি ওবাইদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, চেম্বার অব কর্মাসের সভাপতি হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ অনেকে। #
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved