আটোয়ারী (পঞ্চগড়) :
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে ৫২তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমবায়ীদের এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন তার দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। প্রতিশ্রুতি কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ নাজিম কিবরিয়ার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র সহ-সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার, সোভা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ, ধামোর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মি.বীরেন দাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved