মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরে টানা ছয় ম্যাচে হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। অথচ টাইগারদের কাছে হারা আফগানরা চার জয়ে এখন সেমিফাইনালের স্বপ্ন বুনছে। বাংলাদেশের বিপক্ষে দারুণ ছন্দে থাকা আফগানিস্তানের হারকে তাই এবারের বিশ্বকাপের সত্যিকারের অঘটন বলছেন আকাশ চোপড়া।
ভারত বিশ্বকাপে বেশ কয়েকটি অঘটন ঘটেছে। যেখানে সবচেয়ে বড় অঘটন উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়। বাংলাদেশের বিপক্ষে ডাচদের জয়কেও অঘটন হিসেবে আখ্যা দেয়া যেতে পারে। এদিকে আফগানিস্তান চমকে দিয়েছে ইংল্যান্ডকে। শুধু জস বাটলারদের নয় আফগানদের জয় আছে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে খেলতে আসা পাকিস্তানের বিপক্ষেও। পয়েন্ট আদায় করে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকেও। সাত ম্যাচ খেলা আফগানদের পয়েন্ট এখন ৮। অথচ তারাই কিনা বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল।হাশমতউল্লাহ শাহিদীর দলকে হারানো বাংলাদেশ নিজেদের সবশেষ ছয় ম্যাচের ছয়টিতেই হেরেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান নয় নম্বরে। টাইগারদের কাছে সেদিন না হারলে ১০ পয়েন্ট নিয়ে সেরা চারে অনায়াসেই থাকতে পারতো আফগানিস্তান। একারণে বাংলাদেশের কাছে আফগানদের হারকে অঘটন হিসেবে দেখছেন আকাশ চোপড়া। নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে ভারতের সাবেক ক্রিকেটার লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (গতকাল) সেরা চারে চলে যেত।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved