এন,এম,সজীব: দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ইউনুছ আলী'র সভাপতিত্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করার লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে কাটলা কলেজ মাঠে,২ নং কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ইউনুছ আলী'র সভাপতিত্বে,প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক মহোদয়ের উপস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করার লক্ষে-এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র সভাপতি বাবু শিবেশ কুমার কুন্ডু,সাবেক সহ সভাপতি নাড়ু গোপাল কুন্ডু,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, সাবেক ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ,উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুকী আজম,বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন,
সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান,উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম (মুকুট) বিরামপুর কলেজ ছাত্র লীগের সভাপতি সোয়াইব মন্ডল,যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাজু চৌধুরী,এহসানুল হক,খলিলুর রহমান ডাবলু,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান,এবং ২ নং কাটলা ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্থরের নেতা-কর্মীসহ এমপি শিবলী সাদিক মহোদয়ের একান্ত,বিশ্বাস্ত সফর সঙ্গীগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved