মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্থর ও সাবরেজিষ্টার অফিসের ভবনের উদ্বোধন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ভিত্তি প্রস্তরের এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদপ্তর দিনাজপুর এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল, ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা আশোক কুমার, পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী উপজেলা আওয়ামলীগের ভার প্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বেতদিঘী ইউনিয়ন আওয়ামলীলিগের উপদেষ্টা আজম মন্ডল রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুসল্লিবৃন্দ ও মসজিদের জমি দাতা সদস্যবৃন্দগণ।
মসজিদটি নির্মানে মোট ব্যায় ধরা হয়েছে ১৫ কোটি টাকা।
ধর্মবিষয়ক মন্ত্রনালয়ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন গণপূর্ত অধিদপ্তর দিনাজপুর। একই দিনে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস এর নব-নির্মিত নতুন ভবন এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। সাব রেজিষ্ট্রি অফিস এর ভবন নির্মানে মোট ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮২ লক্ষ টাকা নির্মান কাজ বাস্তবায় করেছেন গণপূর্ত অধিদপ্তর দিনাজপুর। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved