মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জয়পুরহাটের একটি এলপিজি ফিলিং স্টেশনে গ্যাসের ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই ফিলিং স্টেশনের সাইফুল ইসলাম (৫০) নামে এক কর্মচারী দগ্ধ হয়েছেন। দগ্ধ সাইফুলের শরীরের অধিকাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টায় আক্কেলপুরের চার মাথার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সাভির্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ সাইফুল ইসলাম আক্কেলপুর পৌরসভার হাজিপাড়া এলাকার বাসিন্দা। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান জানান, সাইফুল ইসলামের প্রায় পুরো শরীর পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম জানান, সাইফুলের দিনে ডিউটি ছিল। আমার রাত ৯টার সময় ডিউটি থাকায় আমি একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝে দেয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিল। ঠিক সেসময় আমি বাইরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি ট্যাংক বিস্ফোরিত হয়। আর আগুন ধরে যায়। এতে সাইফুলের শরীরে আগুন লেগে যায়। আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান জানান, এলপিজি ফিলিং স্টেশনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের কর্মচারী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান জানান, এলপিজির পাইপ পরিষ্কার করতে গিয়ে ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে বগুড়া পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved