মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : তারকাদের সন্তানরা কী করছেন তা নিয়ে বরাবরই উৎসাহ থাকে ভক্তদের। সেটা নাইসা দেবগন হোক বা সুহানা খান। অভিনেতা আমির খানের মেয়ে ইরা তো গ্ল্যাম ওয়ার্ল্ড, বলিউডি পার্টিতে না থেকেও, বারবার আসেন খবরে। সেদিক থেকে দেখতে গেলে লাইমলাইট থেকে একটু দূরে আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। তিনি বহু বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত। আর বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন ‘স্ট্রিক্টলি আনকনভেনশনাল’-এর। এটি মঞ্চস্থ হবে ১৫ নভেম্বর পৃথ্বী থিয়েটারে। জুনায়েদ খানের থিয়েটারে যাত্রা শুরু হয়েছিল আগস্ট ২০১৭ সালে পরিচালক কোয়াসার ঠাকুর পদমসির বার্টল্ট ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ অবলম্বনে একটি যুদ্ধের নাটকের ওপর ভিত্তি করে। তবে থিয়েটারের পাশাপাশি আমির পুত্রকে খুব জলদিই দেখা যাবে সিনেমায়। বাবার পথে হেঁটেই বিনোদন জগতের নায়ক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। যশ রাজ ফিল্মসের ‘মহারাজ’-এর মাধ্যমে ডেবিউ হবে জুনায়েদের। তার আরও একটি সিনেমার খবর পাওয়া গেছে। যেখানে তিনি হবেন রোম্যান্টিক হিরো। নিখাদ প্রেমের সিনেমা হবে সেটি। আর জুনায়েদের বিপরীতে থাকবেন দক্ষিণের সাই পল্লবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, তার ছেলে কোনও সুপারিশে নয়, কাজ পেয়েছে নিজের যোগ্যতায়। বারবার গিয়েছেন কাস্টিং ডিরেক্টরদের কাছে। অডিশনও দিয়েছেন। প্রত্যাখ্যানের মুখেও পড়তে হয়েছে তাকে। কিন্তু ছাড়েননি হাল। সুযোগ না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন। জুনায়েদ যখন একদিকে সিনেমা, থিয়েটারের নতুন চরিত্র নিয়ে ব্যস্ত, তেমনই আমির কন্যা ইরা নিজের বিয়ে নিয়ে। মুম্বাইতে হবে রেজিস্ট্রি। সামাজিক বিয়েটা হবে রাজস্থানে, আগামী জানুয়ারিতে। তবে ইরা পছন্দ করেন না ক্যামেরার সামনে কাজ করতে বাবা কিংবা দাদার মতো। তার শখ পরিচালনা। এরইমধ্যে হিন্দি একটি নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved