প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৩, ১:২১ অপরাহ্ণ
চিলমারীতে বাল্যবিয়ে ও শিশু শ্রম প্রতিরোধ ক্যাম্পেইন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১২-১১-২৩
“জীবন তো একটাই সুস্থ ভাবে বাঁচতে চাই” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিয়ে ও শিশু শ্রম প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার চিলমারীর প্রত্যাশার আয়োজনে জার্মানির আর্থিক সহযোগিতায় প্রোটেকটিং ওম্যান এন্ড চিল্ড্রেন ফ্রম এবিউজ থ্রু সেল্ফ হেল্প এপ্রোচ প্রকল্পের উদ্যোগে কিন্ডার নট হিলফীর উদ্যোগে রবিবার সকালে হ্যালিপ্যাড মাঠে এই ক্যাম্পেইন হয়। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন,ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, প্রোজেক্ট ম্যানেজার রাজকুমার মন্ডল,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার খবরুল মন্ডল, প্রোজেক্ট অফিসার আব্দুল মালেক সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং পুরষ্কার বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved