হিলি প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ)।
আজ রোববার (১২ নভেম্বর) দুপুর ১ টায় হিলি চেকপোষ্ট শূণ্য রেখায় ভারত হিলি ক্যাম্প কমান্ডার জিতু দেওয়ারী বাংলা হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলামের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। এসময় উভয় দেশের সীমান্তরক্ষি বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান,সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে একে-অপকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরই ধারাবাহিকতায় আজ শ্যামা (কালি) পুজা উপলক্ষে বিএসএফ ৬ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved