মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি বলেছিলেন, তাঁর আর কিছু চাওয়া-পাওয়ার নেই। নিজের ক্যারিয়ারের সব পূর্ণতাই নাকি পাওয়া হয়ে গিয়েছে তার। সেবারই ইউরোপিয়ান ফুটবলে যাত্রা শেষ করলেন মেসি। উড়াল দিলেন যুক্তরাষ্ট্রে। বলেছিলেন, চাপমুক্ত হয়ে খেলাটাকে উপভোগ করতেই এমন সিদ্ধান্ত।
কিন্তু মেসি যে চাপমুক্ত খেললেও নিজের সেরাটাই মাঠে উজাড় করে দেন, সেটাই যেন দেখলো মায়ামির ভক্তরা। নিজের অভিষেকের মাত্র ১ মাসের মধ্যে জিতেছেন লিগ কাপের শিরোপা। যা কিনা মায়ামির ক্লাব ইতিহাসেরই প্রথম শিরোপা। এরপর তো ইতিহাসেরই অংশ হলেন নিজের ৮ম ব্যালন ডি’ অর জয়ের মাধ্যমে। প্যারিসের আলো ঝলমলে রাতে সেই পুরস্কার জেতার পর মাসও পার হয়নি, এরই মাঝে নতুন আরেক পুরস্কার যুক্ত হলো মেসির নামের পাশে। ২০২৩ মৌসুমে ইন্টার মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। ২০২৩ মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে মায়ামি। যুক্তরাষ্ট্রের ফুটবল মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হলেও মেসি পিএসজি থেকে এসে যোগ দেন জুলাইয়ে। ইউরোপ যাত্রা যেখানে শেষ করেছেন মেজর লিগ সকারের ক্লাবটিতে সেখান থেকেই শুরু করেছিলেন তিনি। ক্লাবের হয়ে প্রথম ১৪ ম্যাচে করেছেন ১১ গোল, আরও ৮ গোলে আছে সহায়তা। মেসির এই নৈপূণ্যে ভর করে ইন্টার মায়ামি পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা। মায়ামিকে লিগস কাপের সেই শিরোপা জিতিয়েছেন। যদিও ইউএস ওপেন কাপের ফাইনালটা জেতানো হয়নি তার। আবার মৌসুমের শেষদিকে ইনজুরির কারণেও অনেকগুলো ম্যাচ মিস করতে হয়েছে মেসিকে। তবে ততদিনে আরাধ্য শিরোপা যে এনে দিয়েছিলেন মায়ামির ক্লাবটিকে। নিজেদের মৌসুম শেষে তাই মেসিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের স্বীকৃতি দিলো ইন্টার মায়ামি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved