মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শাহরুখ খানের হাত ধরেই বলিউডে ডেবিউ করেছেন দক্ষিণের পরিচালক অ্যাটলি কুমার। আর সেই ছবি বক্স অফিসে ১১০০ কোটির ওপর ব্যবসা করে। বড় অঙ্কের লাভ হয় প্রযোজনা সংস্থা রেড চিলিসের। জওয়ান মুক্তির আগে অনেকেরই ধারণা হয়েছিল থালাপতি বিজয় এই সিনেমার অংশ। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে যাদের মনে শাহরুখ আর বিজয়কে একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছে ছিল, সুখবর তাদের জন্য। পরের ছবি নিশ্চিত করলেন অ্যাটলি। তা বিজয় আর শাহরুখকে নিয়েই।চেন্নাই-তে জওয়ানের শ্যুটিং করার সময় অ্যাটলির জন্মদিনে এসেছিলেন শাহরুখ ও বিজয় দুজনেই। এই সময়টাতে বিখ্যাত গান জিন্দা বান্দা-র শ্যুটিংও করেন তারা। তাদের ছবি দেখে উৎসাহ পেয়েছিল ভক্তরা। টিভি প্রেজেন্টার ও ইউটিউবার গোপীনাথকে দেওয়া এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, তিনিই ফোন করেন ও আমন্ত্রণ জানান বিজয়কে। রাজিও হন দক্ষিণের ওই সুপারস্টার। আর সেখানে এসে শাহরুখ খান আর থালাপতি বিজয় নিজেদের মধ্যেই কথা বলে নেয়। তারপর ডাক পড়ে অ্যাটলির। শাহরুখ বলেন তার জওয়ান-পরিচালককে, সে যদি দুটো হিরো নিয়ে কোনো ছবি ভেবে থাকে তাহলে তারা দুজন করতে তৈরি। পাশ থেকে হ্যাঁ বলে দেন বিজয়ও। অ্যাটলি জানিয়েছেন, ‘আমি জোর কদমে স্ক্রিপ্ট তৈরির কাজ করে চলেছি। সব ঠিক থাকলে আমার পরের সিনেমা এই দুই তারকাকে নিয়েই হবে।’ এদিকে ডিসেম্বরে ডাঙ্কি মুক্তির পর শাহরুখ খান কোনো প্রজেক্টে হাত দেবেন না নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যশরাজের পক্ষে তাদের দুই গুপ্তচর টাইগার ভার্সেস পাঠান সিনেমাটি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। ২০২৪ সালেই যা ফ্লোরে যাওয়ার কথা। স্বভাবতই এত বড় মাপের ছবি বানানো যেমন খরচসাপেক্ষ তেমনই সময়সাপেক্ষ। ১-২ বছর লাগবেই ছবি মুক্তি পেতে। আর শাহরুখ যদি অ্যাটলির ছবিতে আগে কাজ শুরু করে দেন তাহলে হয়তো আরও খানিকটা পিছিয়ে যেতে পারে টাইগার ভার্সেস পাঠান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved