মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইতিহাসকে ভুলে বর্তমানে চোখ নিউজিল্যান্ডের। ভারতের বিপক্ষে বিশ্ব আসরের সাফল্য এখন অতীত। বর্তমানের টিম ইন্ডিয়া শক্তিশালী। তাদের বিপক্ষে জিততে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত কিউইরা। সে কথাই বলেছেন লকি ফার্গুসন। ২০১৯ বিশ্বকাপের কথা। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রাখে নিউজিল্যান্ড। সেই দুঃসহ স্মৃতি টিম ইন্ডিয়া ভুলতে না পারলেও ভুলে গেছে কিউইরা। নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন বলেন, এসব প্রতিশোধ কিংবা রাইভালরি আপনাদের লেখার খোরাক। মাঠে ক্রিকেটাররা ওসব মনে রাখে না। আমরা বর্তমান নিয়ে ভাবছি। কিভাবে ভারতকে হারানো যায় সেই পরিকল্পনা করছি। ফার্গুসন যাই বলুন, বিশ্বকাপ মানে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের আধিপত্য। আগের ৫ আসরে মাত্র একবারই নিউজিল্যান্ডকে হারাতে পেরেছে ভারত। সেটা ২০০৩ সালে। তবে এবার ভিন্ন একদল যেনো টিম ইন্ডিয়া। লিগ পর্বে নয় ম্যাচে শতভাগ জয়ে উড়ছে স্বাগতিকরা। লকি ফার্গুসন বলেন, নিঃসন্দেহে চার সেমিফাইনালিস্টের মধ্যে ভারতের পেস বোলিং বেশি শক্তিশালী। একঝাঁক ক্রিকেটার একসঙ্গে ফর্মে থাকলে এমনটাই হয়। তাছাড়া ওরা হোম অ্যাডভান্টেজকে দারুণভাবে কাজে লাগাচ্ছে। তবে রাচীন রবীন্দ্রর জন্য অনেকটাই ঘরোয়া পরিবেশ পাচ্ছে নিউজিল্যান্ড। ভারতে ব্ল্যাকক্যাপদের এমন সমর্থন এবারই প্রথম। নিউজিল্যান্ড পেসার আরও বলেন, প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটা নিয়ে ভাবছি না। চার সেমিফাইনালিস্টই তাদের যোগ্যতার প্রমান দিয়ে এসেছে। আমরা আমাদের পরিকল্পনা মত এগুতে চাই। প্রথমবারের মত এতটা সমর্থন পাচ্ছি ভারতে। রাচীন রবীন্দ্র এজন্য ধন্যবাদ পাবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন পূর্নাঙ্গ অনুশীলনে নিউজিল্যান্ড। প্র্যাক্টিসের জন্য একদিন বেশি সময় পাচ্ছে কিউইরা। নক আউট পর্বে কখনো ভারতের কাছে না হারলেও এবার আন্ডারডগ হয়েই নামতে হচ্ছে ব্ল্যাকক্যাপদের।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved