নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
তিনি জানান, চাঁচুড়ি বাজারের উত্তর পাশে ৩০ নম্বর কৃষ্ণপুর মৌজায় ১নম্বর খাস খতিয়ানের ৩৪৩৭ দাগের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে স্থায়ী-অস্থায়ী দোকান, রাইসমিল এবং এনজিও প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এ অভিযানে ১০ জনের মালিকানায় ১৪টি স্থাপনার বিভিন্ন অংশ ভাঙ্গা পড়েছে।
জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও আনসার সদস্য, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সড়ক ও জনপথ বিভাগ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।
নির্র্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেয়ার পরও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। #
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved