মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আর্থিক সচ্ছলতা, সামাজিক মর্যাদা এবং দ্রুত দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের সুযোগ থাকায় ব্যাংকের চাকরির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। মূলত যেকোনো বিষয়ে পড়াশোনা করে ব্যাংকে চাকরির সুযোগ থাকায় এ পেশায় ঝুকছেন তরুণ-তরুণীরা। চাকরি নিরাপত্তা, পেনশনের ব্যবস্থা, নিয়মমাফিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ছাড়াও রয়েছে হাউস লোন, গাড়ির লোনসহ আরো অনেক সুবিধা।
বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে ৬১টি ব্যাংক রয়েছে। যোগ হচ্ছে আরো নতুন নতুন ব্যাংক। আর এসব ব্যাংকের দেশব্যাপী অসংখ্য শাখা রয়েছে। দিন দিন ব্যাংকগুলোর শাখা ও কার্যক্রম বাড়ছে। এই বিশাল কর্মযজ্ঞে দেশের উল্লেখযোগ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে। তাই ব্যাংক সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে ছাত্রজীবনটা খুব গুরুত্বপূর্ণ। এ সময়টা কাজে লাগাতে হবে।মূলত ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়।
চলুন দেখে নেই ব্যাংকে চাকরি পেতে যে-সব বিষয়গুলো পড়তে হবে
ব্যাংকে চাকরির ক্ষেত্রে গণিতে ভালো করার বিকল্প নেই। তাই শুরু থেকেই গণিতে জোর দিতে হবে। শুরুটা করতে হবে প্রাইমারি লেভেল থেকে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই সমাধান করতে হবে। এছাড়াও বাজারে চাকরি পরীক্ষার জন্য নানা ধরনের গণিত বই পাওয়া যায়। সেসব বইয়ের সমাধান করতে পারলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।
ইংরেজিতে ভালো করতে চাইলে ব্যাকরণে ভালো ধারণা থাকতে হবে। লিখিত পরীক্ষায় সাধারণত Synonyms, Antonyms, Analogy, Fill in the blanks, Sentence correction, Sentence convert/change ইত্যাদি টপিক থেকে প্রশ্ন থাকে। এসব বিষয় চর্চার জন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় যে-সব প্রশ্ন এসেছে, সেগুলো ভালোভাবে পড়তে হবে। সেই সঙ্গে বাজারের বিভিন্ন বই ফলো করা যেতে পারে।
ব্যাংকের লিখিত পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে। যেমন বাংলায় বানান বা বাক্য বিশুদ্ধীকরণ, প্রবাদ প্রবচন, বাগধারা, সন্ধি, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসতে পারে। তাই ব্যাকরণে ভালো করতে চাইলে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই বেশ কাজে আসবে। এর পাশাপাশি বাংলার বিভিন্ন নিয়োগ গাইড ফলো করা যেতে পারে। বিগত দিনে ব্যাংকের লিখিত পরীক্ষায় বাংলা অংশের সমাধান আগে থেকে করে রাখলে বাংলায় ভালো করা সম্ভব।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে গতানুগতিক ও সাধারণ প্রশ্নই থাকে। এ জন্য কম্পিউটার প্রযুক্তির জন্য বাজারের যেকোনো বই আদ্যোপান্ত ভালোভাবে পড়ার পাশাপাশি দৈনিক/অনলাইন পত্রিকার টেক বা প্রযুক্তি পাতা নিয়মিত পড়লে তা ফলপ্রসূ হয়। সেইসঙ্গে বিভিন্ন ব্যাংকের বিগত দিনে পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন।
সাধারণত, সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি মিলিয়ে প্রশ্ন থাকে। এ অংশে ভালো করতে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিতে হবে। তবে সাধারণ জ্ঞানে ভালো করতে হলে সমসাময়িক বিষয়গুলো জানা থাকতে হবে। ভালো মানের বই ছাড়াও নিয়মিত পত্রিকা পড়া, বেতার-টেলিভিশনের সংবাদ শোনার অভ্যাস করতে হবে। পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স-বিষয়ক ম্যাগাজিনগুলোও পড়তে হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved