মুক্তিনিউজ২৪.কম ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তুজাকে বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন ইংরেজি সাহিত্যের স্বনামধন্য গবেষক ও লেখক অধ্যাপক ড. সামসাদ মর্তুজা।
অধ্যাপক ড. সামসাদ মর্তুজা বেসরকারি বিশ্ববিদ্যালয়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বহু গ্রন্থের প্রণেতা অধ্যাপক ড. সামসাদ মর্তুজা দেশের বিভিন্ন জাতীয় দৈনিক (ইংরেজি) পত্রিকায় নিয়মিত কলামিস্ট।
উল্লেখ্য, এর আগে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে বঙ্গবন্ধুকে অবমাননা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে।
অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি অনলাইন নিউজ পোর্টালে বিষয়টি নিয়ে কলাম লেখেন। এতে তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদের লেখা ২০০৯ সালে প্রকাশিত বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন।
তবে অধ্যাপক ইমতিয়াজ ১৪ বছর আগে লেখা তার ওই বই নিয়ে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আমার বইটি ভুলভাবে পড়া হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে ছাত্রলীগসহ বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ইতিহাস বিকৃতির দায়ে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এবং অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved