মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় ট্রেড লাইসেন্স হালনাগাদ না করায় ভোক্তা অধিকার আইনে রফিকুল ট্রেডার্সকে ১৫ হাজার, বুলবুল হার্ডওয়্যারকে ২ হাজার, আঁখি কনফেকশনারীকে ১০ হাজার, আলফা ড্রাগ সেন্টারকে ৫ হাজার, মদন কসমেটিকসকে ৫ হাজার, মামনি বস্ত্রালয় এন্ড সু-স্টোরকে ৩ হাজার, জয়গঞ্জ বস্ত্রালয় এন্ড গার্মেন্টসকে ৫ হাজার, মিলন এ্যালুমেনিয়ামকে ২ হাজার ও জয়দেব সীডসকে ৩ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন খানসামা থানার এসআই দিবাকর রায়সহ পুলিশ সদস্যরা।
আজ শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার পাকেরহাট বাজারে অভিযান পরিচালনা করে ৯ দোকানে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved