ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ১৫০ পিসইয়াবাসহ সিরাজ শিকারী (২৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনাকরে। অভিযানে মাদক কারবারি সিরাজ শিকারীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার এসআই অনুপ ও এএসআইমানুন সঙ্গীয় ফোর্স সহঅভিযানের পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারী সিরাজ উপজেলার চাকুলীগ্ রামেরনুর ইসলাম শিকারীর ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলমজানান, মাদক কারবারী সিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved