প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৩, ৩:৩০ অপরাহ্ণ
কুড়িগ্রামের চিলমারীতে নদী বৈঠক অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে স্থানীয় অধিবাসীদেরকে নিয়ে নদী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া গ্রামে প্রায় ৫০ জন নারী-পুরুষ জীবন, জীবিকা বিষয়ক সম্ভাবনা নিয়ে নদী বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নয়ারহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার রহমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ওয়ার্ড সদস্য ফাতেমা বেগম, ওয়ার্ড মেম্বার আব্দুল ছাত্তার, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ট্রান্সবাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রজেক্ট ইন সাউথ এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এবিএম হাসানুল কবির, মাঠ কর্মী মাসুদ রানা, উম্মে সালমা, তাপস কুমার প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশের ট্রান্সবাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রজেক্ট ইন সাউথ এশিয়া প্রকল্প। বক্তারা বলেন, নদী বৈঠকে নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন, নদীতে মাছের অভয়ারণ্য সৃষ্টি এবং স্মার্ট এগ্রিকালচার সম্পর্কে সচেতন করতে হবে
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved