প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ
ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হলে শাস্তির আওতায় আনা হবে
মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন
ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হলে শাস্তির আওতায় আনবে আইন প্রয়োগকারি
সংস্থা। ভোটারদের নিরাপত্তায় আরপিও সংশোধন করে শাস্তিমূলক ব্যবস্থায় আওতায় আনতে আইন করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলার) রিটানিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা শেষে এতথ্য জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার আবু জাফর। সভায় অংশ নেন বিজিবির সেক্টর কমাম্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, চারজেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার,র্যাবের কর্মকর্তা, আনসার কর্মকর্তা,নির্বাচন কর্মকর্তাসহ জেলা এবং উপজেলা পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved