মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম লিড একাডেমি সম্প্রতি ফিনল্যান্ড-ভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান হান্ড্রেড-এর সেরা ১০০ ইনোভেশন তালিকায় স্থান পেয়েছে। এই নিয়ে সপ্তমবারের মতো এই গ্লোবাল কালেকশন প্রকাশ করলো প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হান্ড্রেড (HundrED) একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যেটি শুধু শিক্ষায় উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেয় না, বরং শিক্ষাবিদদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কাজ করে থাকে।
কে-ওয়ান থেকে কে-টুয়েলভ পর্যায়ের শিক্ষার্থীদেরকে এসটিইএম বা সায়েন্স, টেকনোলোজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স কেন্দ্রিক শিক্ষা কার্যক্রম প্রদান এবং কর্মজীবীদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক অনলাইন কোর্স প্রদান করে থাকে লিড একাডেমি। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে জাতী গঠনে ভূমিকা রাখার জন্য পরবর্তী প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা এবং সেটি অর্জন করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি কাজে লাগিয়ে অনলাইন শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ অর্জনের বিষয়ে লিড অ্যাকাডেমির সহপ্রতিষ্ঠাতা আশফাক জামান বলেন, হান্ড্রেড গ্লোবাল কালেকশন ২০২৪-এ স্থান পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই স্বীকৃতি আমাদেরকে উদ্ভাবনী উপায়ে এবং কোডিং প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য আরও অনুপ্রাণিত করবে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে এসটিইএম-ভিত্তিক শিক্ষা দেওয়ার বিকল্প নেই। আমরা লিড একাডেমিতে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে বিশ্বমানের স্কিল ডেভেলপমেন্ট এবং কোডিং প্রোগ্রাম পরিচালনা করছি, যেন আমাদের শিশুকিশোর এবং যুবকেরা ঘরে বসেই নিজেকে গড়ে তুলতে পারে আগামীর জন্য। লিড একাডেমির আরেক সহ-প্রতিষ্ঠাতা শরীফ আহমেদ বলেন, আমি সত্যিই গর্বিত এবং রোমাঞ্চিত যে আমাদের স্টার্টআপটি হান্ড্রেড গ্লোবাল কালেকশন ২০২৪ এর জন্য নির্বাচিত হয়েছে। এই স্বীকৃতি আমাদের পুরো টিমের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং উদ্ভাবনী চেতনার প্রমাণ। আমরা যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ এবং এই স্বীকৃতি আমাদের জন্য যে দ্বার উন্মোচন করবে তার জন্য আমি উচ্ছ্বসিত এবং এটি আমাদেরকে দেশের শিক্ষাক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে সক্ষম করবে বলে আমি মনে করি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved